এ দ্বন্দ্ব চিরকাল l সাংসারিক কর্তব্যের দায় এবং সাহিত্যসংস্কৃতি চর্চার নেশা l দুয়ের মধ্যে সমন্বয় করা হয়ে ওঠে না অনেকসময় l যেখানে সংসার সহনশীল, ক্ষমাশীল, সহযোগী - সেখানে সাহিত্য সংস্কৃতি চর্চার কাজটা গতিশীল হয়ে ওঠে l আর যেখানে সংসার অসহিষ্ণু, সংবেদনশীলতা থাকে না - সেখানে দ্বন্দ্ব চরমে ওঠে l এই যন্ত্রণা ভোগ করেছেন অনেক অনেক কবি শিল্পী l রবীন্দ্রনাথের কবিতায় পাই,
"সেদিন বরষা ঝরঝর ঝরে,
কহিল কবির স্ত্রী-
‘রাশি রাশি মিল করিয়াছো জড়ো,
রচিতেছো বসি পূঁথি বড়ো বড়ো,
মাথার উপরে বাড়ি পড়ো পড়ো
তার খোঁজ রাখ কি!"


কবি মোঃ জসিম উদ্দিন রচিত "দ্বন্দ্ব যখন চরমে" কবিতায় এই চিরকালীন বিষয়টিকে ছোট্ট পরিসরে খুব সহজ সরলভাবে তুলে ধরা হয়েছে l
সংসারেরই বা দোষ কি ! জীবন শুধু জল এবং বাতাসে চলে না l অনেক দায় দায়িত্ব জড়িয়ে থাকে এখানে l সেগুলি কাউকে না কাউকে পালন করতে হয় l একজন উদাসীন হয়ে পড়লে অন্যজনের ওপর চাপ পড়ে l যিনি চাপে পড়েন, তিনি অসন্তোষ প্রকাশ করেন l এখানে শুরু হয় দ্বন্দ্ব l সংসার যেন অচল হয়ে পড়ে l অন্যদিকে সংস্কৃতি চর্চার পথে অন্তরায় সৃষ্টি হয় l কবির ভাষায় 'বউ' ও 'বই' এর দ্বন্দ্ব l দুই এর মধ্যে বনিবনা না হলে দুয়েরই ক্ষতি l একে যদি অপরকে জায়গা ছেড়ে না দেয়, তাহলে সংসার এবং শিল্পকর্ম দুটোই সঙ্কটে পড়ে l মাঝখানে পড়ে কবি বেচারার নাজেহাল অবস্থা হয় l চিন্তায় পড়েন তিনি - কাকে ছেড়ে কাকে রাখেন ! কবিতায় মনোনিবেশ করলে সংসার ভেসে যায় l আবার সাংসারিক খুঁটিনাটিতে জড়িয়ে গেলে কলম ফাঁকি দেয় l
কবিতাচর্চা সেই অর্থে অর্থকরী কাজ নয় l কবিতাচর্চায় মেতে উঠলে হেঁসেলে টান পড়ে l ফলে হেঁসেল যিনি সামলান তাঁর বিরূপভাজন হন কবি l
কাব্যচর্চার সঙ্গে কবির অর্থনৈতিক দৈন্যের সম্পর্ক বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাসে এক চিরন্তন সত্য। বাঙালি মাত্রই তা জানেন। শুধু কাব্যচর্চা করে সংসার চালানোর জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করার কথা ভাবা যায় না l অন্য কোন পেশার সাথে যুক্ত থেকে কাব্যচর্চার পরিসরটিকে সজীব রাখতে হয়।
কেন এমন হয় ? বাঙালি নাকি কবিতাপ্রিয় জাতি। তাঁর এই প্রীতি কি শুধু কবিতা রচনার বেলায় ? কবিতা পত্রিকা বা কবিতা গ্রন্থ কেনার বেলায় নয় ? অন্য বহু রকমের বিনোদনে, বাজে খরচে তাঁর অর্থের অভাব হয় না l যতো অভাব কবিতা সাহিত্যের বই কেনার বেলায় l এজন্যই বাঙালি কবিদের মাথায়  বাড়ি "পড়ো পড়ো" হয় l এজন্যই সংসার এবং সাহিত্যচর্চার মধ্যে দ্বন্দ্ব বাধে l


কবি মোঃ জসিম উদ্দিনকে সুন্দর রচনার জন্য অভিনন্দন জানাই l