নদীর ধারে বাঁধের নীচে
চারটি মাতা ঐ যে আছে
সবুজ ঘাসে ঐ ঢাকে পা
নদীর চলায় ঐ ওঠে রা
মিষ্টি রোদে দিচ্ছে ছোঁয়া
প্রান্তরেতে আলতো হাওয়া
পাথরপথে বাঁকা চলন  
ঘাস ও গুল্মের পদদলন
নীল আকাশে উদার যে মন
ঐ যে মাঠে মায়ের গড়ন
চারটি মায়ের বিভিন্ন রূপ  
চার পোশাকে কি অপরূপ
মুখের হাসি দেখার সে ঢঙ
কল কলকল ডুয়ার্স এ সঙ ।