আমার কথার অর্থ তুমি খোঁজ
সকল কথার অর্থ কি হয় বলো
মনটা যখন উদাস নদীর পানে
মেঘটা যখন নিকষ ঘন কালো l
পাতার ফাঁকে রৌদ্র ঝিলিক মারে
হাওয়ার মাথায় খেলে পাখির কুল
কাঠবিড়ালী এ ডাল ও ডাল ছোটে
বনাঞ্চলে ফোটে কত ফুল l
সব কিছু তো অর্থ মেনে হয় না
মাঝ সমুদ্রে ওঠে কতো ঢেউ
গাছ গাছালি পাখপাখালি নাচে
পাহাড় মাথায় উঠছে কতো কেউ l
সব জিনিসই সাদামাটা বটে
যখন দেখি সাদা চোখটা দিয়ে
অর্থটা তার ভিন্ন যে হয় গড়া
হঠাৎ কখন দৃষ্টি মিলে গিয়ে l
হঠাৎ হঠাৎ অর্থটা তার মেলে
জগৎ জুড়ে চলছে যত খেলা
দেখার মতো চক্ষু যখন জোটে
অতিক্রান্ত নিত্য বাঁচার খেলা l