আলো ছড়ায় ছড়ায় আলো আলো ছড়ায় এই ভুবনে
আলো ছড়ায় গাছে পাতায় এই ভুবনের সকল কোণে l
আলো পেয়ে পুষ্প ফোটে পুষ্প ফোটে গাছের ডালে
পুষ্প দেখে মাতাল মানুষ বাজায় বাঁশি সুরের তালে l
বাঁশির সুরে পাগল প্রেমিক পদ্মিনীরা ছাড়ছে ঘর
প্রেম আবেশে ঝরছে শিশির শিশির ঝরে পাতার 'পর l
শিশির রসে সিক্ত প্রেমিক সিক্ত আধার গোলাপ ফুল
রসে বশে প্রেমিক নাচে সঙ্গে নাচে প্রিয়ার চুল l


বাতাস খেলে গোলাপ ফুলে বাঁশি বাজে আপন সুরে
ভোরের আলো যায় খেলে যায় যায় খেলে যায় হৃদয়পুরে l
পদ্মিনীরা যায় হেসে যায় এমন হাসি শিশির খসায়
প্রেমিকেরা আর কি করে জড়িয়ে পড়ে ভালোবাসায় l  
ভালোবাসার সুরে গানে জগৎ দোলায় নিজে দুলে
সেই দোলাতে মেতে থাকে মাটির জগৎ যায় সে ভুলে l
আলোর খেলা রঙের মেলা দে দোল দোলা পরস্পর
শিশির ঝরে ফুলে পাতায় রচে আধার প্রেমের গড় l