একটা খাবো দুটা খাবো
সাত ব্যাটাকে গিলে খাবো
গিলে খেয়ে হজম করে
গির্জা কাশী মক্কা যাবো ।


খাবে তো বেশ জবর কথা
খাবে কি তা শুনি আগে
নামের আগে খাবার বড়াই
জানতে বড়ো ইচ্ছে জাগে ।


শোনো তবে খাবার লিষ্টি
ইতিহাসের পাতা থেকে
খেলো কতো জীব জানোয়ার
সেরাই বাঁচে এই তত্ত্বে ।


কেউ মারে কেউ শুধু মরে
ইতিহাসের নিয়ম মেনে
দুর্বলেরা মরতে থাকে
সবল বাঁচে নাও তা জেনে ।


মরার জন্য যুগে যুগে
হাজার একটা কারণ থাকে
কোথাও মৃত্যু সৎ আঘাতে
কেউ বা মারে আড়াল থেকে ।


কেউ মারে কেউ শুধু মরে
একটা মারে সাতটা মারে
ইতিহাসের নিয়ম মেনে
সব থাকে তার নিজের ঘরে ।


তুমিও তো কথা ধরো
জন্মদাগে আটকে আছো
পিঠে খাবো মোমো খাবো
মানুষ খাবো তাই ভেবেছো ?


এই কথাটাই বলতে আগে
ইতিহাস আর পুরান ফুটাও
এখন যখন ধরছি কষে
কেন রে ভাই লেজটা গুটাও ?