দিনের শেষে সব কাজ সেরে যাই বিছানায়
কে জানে আজই শেষ কাল আর ওঠা নয় l
এমনি করে রাতে শেষ ঘুমিয়েছে কতো
উঠেছে সকালে, আর হয় নি বিছানায় নত l
জানি না কে কবে, চলতে চলতে হঠাৎ
হঠাৎই একদিন পেয়ে যাই তার সাক্ষাৎ l
অপরের দেখি, নিত্যদিনই স্বজনহারা হয়ে
জীবনের বোঝা কেমন অভ্যাসবশে চলি বয়ে l
চেনা পথ ধরে হেঁটে যাই একদিন অজানা পথে
অজানা পথে হেঁটে যাই, যাই ঐ স্বর্গরথে l
স্বর্গরথে চলছে যে জন সেও দেখেছে গতকাল
আজ যারা দেখে তাদেরও আসবে মহাকাল l
তবু হিসেব করে চলি প্রতি মুহূর্তে লাভ ক্ষতির
পিতা মাতা পুত্র কন্যা যতো সম্পর্ক স্ত্রী ও পতির l
সব ছিঁড়ে দিয়ে বেলুন উড়ে যায় আকাশের স্তরে
আবার নতুন করে চলা বাকিদের অশোচমুক্ত ঘরে l