চক্রবর্তী এষা
কবিতা তার নেশা
লেখে অসাধারণ
বিভিন্ন তার গড়ণ
আসে পত্রিকাতে
বিনা পয়সাতে l


হঠাৎ নতুন নিয়ম, ফেলো কিছু টাকা
তবে তোমার লেখা হবে পাতায় ছাপা l


সৌজন্য নেই, কাগজ টাকা দিয়ে কেনো
কবির নিজের লেখার কোনো মূল্য নেই যেন !


লিখতে লাগে ভয়
কি জানি কি হয় !
কোথায় এতো টাকা ?
লেখা ঘরে রাখা l


এটাই যদি নিয়ম, অনেক ভালো লেখার
হবে নাকো গতি, অভাব যখন টাকার l


লিখতে যারা ভালোবাসেন তাঁদের গতি কি
টাকা নেই, তাঁদের লেখার কি পরিণতি ?


একা নয় সে এই ভাবনা সকল উঠতি কবির
স্বপ্ন যাদের আকাশছোঁয়া ভাবীকালের রবির l