বছর শুরু থেকে শুধু পড়া
পড়ছে বিনু ইংরাজি বেঙ্গলি
শিখছে অঙ্ক আরো কতো বিষয়
কেটে যাচ্ছে এভাবে দিনগুলি l


পরীক্ষা সব একটা একটা করে
ভালো মন্দে যাচ্ছে সে উৎরিয়ে
এতো এতো পরীক্ষা যে কেন
বোঝে না সে ক্ষুদ্র বুদ্ধি দিয়ে l


বাবা বলেন পরীক্ষা সব হলো
একটা করে ধাপ পেরুনোর খেলা
ধাপে ধাপে কঠিন খেলা আসে
খেলতে খেলতে কাটে ছাত্রবেলা l


মা-ও বলেন এমন কিছু কথা
বলেন তাঁরও কেটেছে এই ভাবে
পড়ার সময় বিরক্তি তো আসে
দিন ফুরোলে মনে দুঃখ পাবে l


যখন মানুষ অনেক অনেক বড়ো
অনেক রকম বোঝা কাঁধে আসে
সেই তখনই মনের মানসপটে
শিশুকালের সুখস্মৃতি ভাসে l


অনন্ত এই পরীক্ষা দিনগুলো
সারা জীবন নানা রূপে থাকে
বইখাতা হয় ছাত্র জীবনকালে
জীবনখাতা নিত্য নতুন বাঁকে l