মিল ও গরমিলে ভরা এ জীবন
মুখ ও মূখোসের সাজানো বুনন ।
কেউ শুধু করে ভুল, কেউ করে ক্ষমা
ভুল ঠিক যুগে যুগে থেকে যায় জমা ।


কেউ ভুল বুঝে নিয়ে সিধা পথ ধরে
কেউ বা অবুঝ এতো একই ভুল করে ।
যার যা স্বভাব সে তো সেই সুরে ভাসে  
কেউ দেয় শুধু ঘৃণা কেউ ভালোবাসে ।


** শঙ্খচিল ২য় বর্ষ প্রথম সংখ্যা, বসন্ত সংখ্যা মার্চ, ২০১৯ এ প্রকাশিত