মিল ও গরমিলে
ভরে এ জীবন
মুখ ও মূখোসের
সাজানো বুনন ।
কেউ শুধু করে ভুল
কেউ করে ক্ষমা
ভুল ঠিক যুগে যুগে
থেকে যায় জমা ।
কেউ ভুল বুঝে নিয়ে
সিধা পথ ধরে
কেউ বা অবুঝ এতো
একই ভুল করে ।
যার যা স্বভাব বলে
সেই স্বরে ভাসে
কেউ দেয় শুধু ঘৃণা
কেউ ভালোবাসে ।