আমগাছেতে আম ফলেছে
জামগাছেতে জাম রে
ছোট্ট টুটুন নাইতে নেমে
গাইতে লাগে গান রে l
সে গান শুনে ঝল্-কে ওঠে
ঝল্-কে ওঠে জল রে
সেই জলেতে ভেজে শরীর
চানটা সারে দল রে l
মিনি বিড়াল তক্কে থাকে
সুযোগ খুঁজে একটা
কোন্ ফাঁকেতে মাছটা নিয়ে
ছুট দিবে ভু কাট্টা l
ময়না পাখি শিষ্ দিয়েছে
বলছে কিছু শোন্ রে
ধরার বুকে সোনা ছিটায়
সবুর নিয়ে গোন্ রে l
সেই সোনাতে ফসল ফলে
ফসল ফলে ছড়ায়
ছড়ায় গানে ভুবন মাতে
ধন্য জীবন গড়ায় l