হয় থাকো ঘরে নয় যাও দূর বনে
বন যদি ঘর হয় বুঝি তা কেমনে ?
চারিদিকে ঝোপঝাড় গাছ সারি সারি
তার মাঝে ঘোরে দেখি অপ্সরা নারী ।
আর আছে শিশুদল বাবা জ্যেঠু সাথে
সাথে ফের গাড়ি আছে পেট্রোল তাতে ।
আছে বড়ো বড়ো ঘর রকমারি সাজে
আছে কতো লোকজন নিয়োজিত কাজে ।


নামে শুধু বন এটা নগর জীবন
হাসি উল্লাস চলে যখন তখন ।
খাইদাই আর সব শহরের মতো
সাজগোজ দুইবেলা জারি অবিরত ।
ছোটো ছোটো ফেরি দেয় এখানে ওখানে
বন নদী পাহাড়ের স্বাদ নেয় প্রাণে ।


জলঢাকা নদী পাশে খরস্রোত তার
অগভীর জল আর পাহাড় পাহাড় ।
বড়ো বড়ো পাথরের চাঁই নদীমাঝে
আশ্রয় তাকে করে স্নান করা সাজে ।
কলকল বয়ে যায় জল সুশীতল
দুই পারে চরে দেখি শ্বেত গাভীদল ।
যতোদূর চোখ যায় পাহাড় আকাশ
মিঠেরোদ গায়ে আসে স্নিগ্ধ বাতাস ।


আস্তানা বন বটে অতিথি শহুরে
নগর জীবন কাটে হৈ হুল্লোড়ে ।