বড়ো এক ব্যাঙ ধরে ঠ্যাং এ তার বেঁধে
চ্যাংদোলা করে রামু ভালো করে রেঁধে
তারপরে মাঠে বসে গাছের তলায়
নুন দিয়ে চটকিয়ে ব্যাঙ ভাজা খায় l
বন্ধুরা পাশে বসে দেখে আর হাসে
কেউ কেউ তার মতো ব্যাঙ ভালোবাসে l
কিছুটা তাদের দিয়ে বাকি করে সাফ
ছুঁচিবাই বন্ধুরা করে - 'ওয়াক' 'ওয়াক' l


কুনো ব্যাঙ সোনা ব্যাঙ সব ব্যাঙ এ রুচি
ধরে আর রেঁধে খায় হলে অভিরুচি l
বাজারের মাছ ডিম চিকেন মটন
দাম শুনে মাথা তার করে টনটন l
তাই তো সে মাঠেঘাটে ধরে নেয় ব্যাঙ
মনসুখে রেঁধে খায় ঠ্যাং এ তুলে ঠ্যাং l


বইতে পড়েছে সে কতো কতো দেশে
ব্যাঙ হলো উপাদেয় খাবারের বেশে l
ফ্রান্স এর মানুষেরা ব্যাঙেদের পা
চেটেপুটে খুঁটে খায় সুস্বাদু তা l
পুষ্টিতে ভরপুর বিজ্ঞানে বলে
রামু সব জেনেবুঝে বুদ্ধিতে চলে l


ঘৃণা করে যারা সব করে - 'ওয়াক' 'ওয়াক'
ব্যাগ ভরা টাকা নিয়ে বাজারেই যাক l
কিনুক মটন ডিম কিংবা চিকেন
রামু রেঁধে সুখে খায় মুফতের ব্যাঙ l