আকাশপথে উঁকি মেরে
রোদের দেখা যেই
গলির মোড়ে মালাকরের
দেখা মিললো সেই l
হরেক ফুলের মালা নিয়ে
হাঁক চেনা গলার
পুজোপার্বণ নিত্যদিনের
ফুল নিয়ে চলার l
সারা বছর যেমন তেমন
বড়ো পুজোর বেলায়
ফুলের দরে জোয়ার ওঠে
চড়া দামের খেলায় l
একটি পদ্ম আশি টাকা
লক্ষ্মী পুজোর দিনে
কেউ পারে কেউ পারে না তা
ধনীরা নেয় কিনে l