আমরা ছিলাম কলেজ আড়ে বিদ্যেবাবুর নামে
সেখান থেকে ঢিল ছুঁড়েছি পদযাত্রার পানে l
সঙ্গে আবার "গো ব্যাক" ধ্বনি দিয়েছি তো বেড়ে
কে যে জানত ঘরে ঢুকে দিবে পুরো ঝেড়ে l
তারা ভীষণ মন্দ অতি দরজা ভেঙে ঢোকে
ধরে ধরে ঢিল ছোঁড়াদের মুন্ডু ধরে ঠোকে l
ভেবেছিলাম বিদ্যাসাগর কতো বলবান
পাথরছোঁড়া আশ্রিতদের রাখবেন তিনি মান l
তাঁর আশ্রয়ে থাকি যখন আমরা তুলসী ধোয়া
যা খুশি তাই করতে পারি আমাদের ঢিল মোয়া l


আপন ঘরে ধোলাই খেলাম সেটা যেমন হলো
একই পাপে বিদ্যেবাবুর সম্মান পেলো ধুলোয় l
কাঁচের ঘরে থেকে নাকি মারতে নেই গো ঢিল
ভুলেছিলাম সেই কথাটা তাই তো খেলাম কিল l