ভঙ্গুর কাঁচ খালি ভেঙে ভেঙে যায়
এখন হয়েছে নাকি অনেক উপায়,
কি সব মিশিয়ে কাঁচে মজবুতি আনে
ভীষণই শক্ত তা লোহার সমানে l


তার সাথে রূপ খেলে গ্ল্যামারাস পুরো
গাড়ি বলো বাড়ি বলো যেখানেই ঘুরো,
রঙ বেরঙের কাঁচে সেজে ওঠে সব
আজকের মানুষের কাঁচে বড়ো শখ l


কতো কতো প্রয়োজনে কাঁচের বাহার
দরজায় জানালায়, কাঁচেই আহার l
চশমায়, দূরবীনে ঘর সাজানোতে
কাঁচের সমান কেউ আছে পৃথিবীতে ?


অফিস কাছারি, ব্যাঙ্ক আরো কতো স্থানে
কাঁচকে রেখেছে তারা অতি সম্মানে l
খেলনা সেটাও চলে, কাঁচের গেলাস
জল খাই ঢক ঢক মেটাই পিয়াস l


কাঁচ বলে অবহেলা করেছিলে যাকে
জানো না তো হয়েছে কি সময়ের বাঁকে,
অতি আধুনিক যারা প্রাসাদ বানায়
কাঁচ ছাড়া বলো, তা কি আদৌ মানায় ?


** কবিতা কাঞ্চন ২০২১ বসন্ত সংখ্যায় প্রকাশিত, পৃষ্ঠা - ২৬