ছেলেটি তো খু্ব ভালো সাথে ফের বদমাস
মা বাবার কথা শোনে গিলে খায় হাড়মাস ।
পড়াশোনা ভালোবাসে পড়ে যায় রাতদিন
কতোটা সে মনে রাখে সেকথাটা বাদ দিন ।
ইস্কুলে যায় না সে পথে পথে খেলে যায়
তাকে শুধু দেখা যায় এপাড়ায় ও পাড়ায় ।
ভূত আর ভগবান তার কাছে খেলনা
হাবিজাবি কাজ করে বেলে কতো বেলনা ।
ভালোবাসে ঘৃণা করে কোনোটাই বাদ নয়
কি যে চায় মন তার কোনোটাই সাধ নয় ।
হাতে পেলে খুশি হয় না পেলেও বিন্দাস
এই আছে এই নেই কখন কোথায় বাস ।
কেউ সেটা পাক টের এটা সে চায় না
এমন তো গান নেই যেটা সে গায় না ।
সারাদিন মা মা করে মার কাছে খায় মার
বাবা রাগে জ্বলে যায় নয়নের মণি তার ।
ভালো খু্ব ছেলেটি হোক কিছু মন্দ
সাথী তার সাথে সাথে নেই কোনো দ্বন্দ্ব ।