একটি সকাল নিত্যদিনই নতুনরূপে আসে
কান্না হাসি জীবনদোলায় অনন্তকাল ভাসে l
সেই সকালে জীবন শুরু আড়মোড়া যায় ভেঙে
ঘড়ির কাঁটার সঙ্গে চলে কাঁটাতে যায় থেমে l
সকালবেলার সুপ্রভাতে আপনজনের টান
জীবনযুদ্ধ সামনে তবু খুশির আহ্বান ।
সেই খুশিতে সারাটা দিন ছুটে ছুটে চলা
নিজের এবং আপনজনের সঙ্গে কথা বলা
কথার সঙ্গে কাজের যোগে জীবিকা অর্জন
নিজের মুক্তি এবং সাথে জগতের কল্যাণ l


মেঘ ডিঙিয়ে রোদের কণা দরজাতে দেয় টোকা
সুপ্রভাতের বার্তা শুনে চমকে ওঠে খোকা
ঘাসের আগায় শিশির বিন্দু জমছে থরে থরে
হিমেল হাওয়ার সঙ্গী সবাই কেউ থাকে না ঘরে
খুশির দোলা ফুলের থোকায় গন্ধে ভরা বাতাস
সোনার হরষ মনে সবার সঙ্গী খোলা আকাশ ।