গরিলা ঐ পারেতে বনের ঐ ধারেতে
সে কেমন দেয় রে ধাওয়া কঠিন ঐ পথে যাওয়া
যদি যায় ধরতে চলে আসে মারতে
চমকে ওঠে সবাই ভয়ে ছোটে
আমার তো নেই ভয় ভয়কে করেছি জয় l  


গরিলার জন্মদিনে বেলুন আনি কিনে
মা বলেন - গরিলা সোনা শুরু কর বেলুন গোণা
বেলুনে ঘর সাজা খুশিতে বাজনা বাজা
আজ তোর বার্থডে হবে বেলুন দিয়ে খেলবি তবে
তোর সব বন্ধু এসে গল্প করবে হেসে
দেখ কি কালার তাদের ওদের জামাকাপড়ের
এবার তুই কেক কাটবি গ্রিন প্লাস্টিক চাকু ধরবি
হাত কাটবে না রক্ত বেরুবে না
দেখ তোর বন্ধু কতো হবি তুই পাগল মতো
দেখ তোর নতুন জামা এনেছে সবুজ মামা
এনেছে দোকান থেকে ফেয়ার এন্ড লাভলি মেখে
খেলনা এনেছি আমি এগুলো অনেক দামি
অঙ্ক বাংলা ইংরেজি বাঁদর হাতি বেজি l


শেষ হলো তোর বার্থডে এবার সবাইকে কেক দে
পাতা খাবি ফুল খাবি পদ্মফুল মাটি পাবি
খুঁটে খুঁটে এনেছি কতোকিছু জেনেছি
এনেছি কতো বই আর মিষ্টি দই
খেলনার আটা মসলা বাটা
আর মোবাইল পাবি পাবি রুল
খাতা কলম রাবার বাক্সে তুল l