দূর বহুদূর মাটি থেকে কতো দূরে
কুলিকের বনে আকাশের সাথ ধরে
জুনে প্রতিমাস অতিথির সমাগম
গাছে গাছে ভিড় প্রয়োজন প্রজনন
শামুকখোল নাম এশীয় ভূগোলবাস  
সাদা কালো মিশে বিশাল লম্বা বুনোহাঁস
আকাশের সাথে কোলাকুলি করে তারা
কলকূজনেতে অবিরাম সরগম বনধরা l


জারুল শিশু ইউক্যালিপটাস গাছে মোড়া  
শিয়াল খেঁকশিয়াল খরগোশ বনজোড়া
আছে কাঁকড়ার ভিড় কুলিকের জলা ঘিরে
কতো শত মাছ দিনরাত নদীজলে খেলা করে
সবকিছু নিয়ে সেজে ওঠে কুলিকের বন
অতিথিরা আসে যায় প্রতি সালে নিয়মমতন l