ঘরের কোণে সুখ অভিনয়
সব মানুষই করে
সত্য কিংবা মিথ্যা সে তো
শেষে ধরা পড়ে ।
সুখ তো কারো একার নয় তা
ভোগে উভয়জনে
সংসার সুখের ভোগে ত্যাগে
জানে সর্বজনে ।


পিতা মাতা ভাই ভগিনী ছিঁড়ে দিয়ে বাঁধন  
নতুন ঘরে আসা
অপরিচিতের মাঝে ফের নতুন করে
শুরু ভালোবাসা ।
নতুন ঘরে নতুন করে আবার যাত্রা শুরু
কড়াই এবং হাঁড়ি
ভালোবাসার মানুষ সাথে বাধা টপকে
নতুন জগৎ পাড়ি ।


পুরুষ সাথী সামলে চলো এগোই চলো পথে
সুখের খানিক পোজ
কি জুটেছে কপালে ঐ পদ্ম নাকি গোলাপ কাঁটা
সুখ অভিনয় রোজ ।