কবি দেখি বাইকে
ছবি ভরে লাইকে l
ছবি শুধু ছবি নয়
যেন পুরো বাঙ্ময় l
হলুদ আভায় ভরা ক্যানভাস পুরো
সানগ্লাস চোখে কবি পুরো যেন হিরো l
এই হিরো এসেছিলো দ্বাপরের যুগে
বৃন্দাবনের ঘাটে রাধার হুজুগে  l
শাড়িগুলো ঝুলেছিল গাছের শাখায়
সখিসব কেঁদেছিলো - একি হলো হায় !
তাদের মিনতি শুনে বংশীর তানে
সুর কতো খেলেছিল কৃষ্ণের গানে l
আধুনিক কৃষ্ণটা বাইকের জোরে
নায়কের সাজ নিয়ে পথে পথে ঘোরে l
ক্যামেরার কারসাজি প্রকৃতি রাঙায়
কবিসাজ মৌতাত রাধাকে ভাঙায় l