দানাপানি এতটুকু তবু ফুলে ওঠে
রঙ তার মনোহরা ধরা দেয় ঠোঁটে,
মেলায় পথের ধারে এ দোকান খুলে
খাবারটা খেতে জোটে যত ছেলেপুলে l


একখানি কাঠি তার মাঝখানে থাকে
চারপাশে ফুলে উঠে জড়িয়েছে তাকে l
চিনি ও রঙিন কিছু চরকায় ঘুরে
ধাপে ধাপে ফুলে ওঠে বোরখায় মুড়ে l


ক্রেতা হাতে চলে গিয়ে কামড়ে কামড়
শূন্যে বিলীন করে মানুষ হাঙ্গর l
যত কিনা আধুনিক করি খাইদাই
স্বাদে রূপে অনুপম হাওয়া মিঠাই l
1297