কবিতা যে লিখে যান তিনি হন কবি
সুকুমার তাই বলে বলা তার হবি ।
যেখানে যা কিছু দেখে খবরের রাজা
পরদিন ছেপে যায় একেবারে তাজা ।
নাচ গান হুল্লোড় কবিতা পাঠের
নাটক বা কলা কিছু তেমন আঁচের
পাতা জুড়ে ছেপে যায় ঠিক ঠিক ঠিক
সময়টা ধরা দেয় টিক টিক টিক ।


একা নয় দল নিয়ে ছুটে ছুটে চলা
গান ছড়া বক্তৃতা যেন হরবোলা ।
চাকুরিটা সামলে সে করে গৃহকাজ
ম্যানেজার অনুগত করে নাকো লাজ ।
তবু তার হাতে থাকে অসীম সময়
সবকিছু সামলায় মেলে তাল লয় ।
যেখানে যখন চায় সেইখানে হানা
আবদারি হানাদার নাচ গান খানা ।


সবকিছু মিলেমিশে খবর বানায়
খেলে যায় যুগ তার পাতায় পাতায় ।