নীল প্রবাহ গড়িয়ে চলে লাল পাহাড়ের দেশে
এঁকেবেঁকে শত ধারায় যাত্রা নিরুদ্দেশে
মনমাধুরী মিশিয়ে নিয়ে শব্দ কলতান
মিষ্টি রোদের ঝলকে গায় জীবনপথের গান
পাথরকোনায় ঝলকে ওঠে সোনালী ঝকমক
বৃক্ষশাখা দোল দিয়ে যায় মৃদু হাওয়া দমক
জলের তোড়ে সড়কে চলে সরতে থাকে পাথর
পাথরহৃদয় মানুষ যেমন আবেগঘাতে কাতর l


দূর দিগন্তে বৃক্ষরাজি প্রাচীর গড়ে তোলে
কল্পনাকে উস্কে দিয়ে সৃষ্টিকে দেয় মেলে
সাঁঝগগনে সোনালী রঙ ছড়িয়ে ছিটিয়ে পড়ে
দৃষ্টিসীমা পার হতে চায় আকাশ আগলে ধরে
এই ধরাতে স্বর্গ নামে গোধূলি লগনে
পাহাড় নদী অরণ্য তার চরনটা যায় চুমে l