দীর্ঘ দীর্ঘ দিন
অজ্ঞতা অন্ধকারের সঙ্গে বাস করে
যখন সেটাতেই অভ্যস্ত হয়ে গেছি
হঠাৎ করে জ্ঞানসমুদ্রের জোয়ার এসে
যদি ভাসিয়ে নিয়ে যায় আমাদের
আমরা কি আতঙ্কিত হয়ে উঠবো না ?
চেনা অন্ধকার, অজ্ঞতার কাছে
আশ্রয় চাইবো না মেকি নিরাপত্তার ?
যা আমাদের বাঁচিয়ে তুলবে
তার হাত থেকে পালিয়ে
মৃত্যুর অভ্যস্ত কামনায়
আমরা কি আহবান করবো না
সেই নিবিড় তমসকে ?
পরিচিত বলেই অন্ধকার প্রিয় আমাদের
জ্ঞান অপরিচিত বলেই অতিথি
অচেনা অতিথিকে বিশ্বাস নেই
যাকে চিনি না, জানি না
তাকে বিশ্বাস কেন ?
বরং চেনা অন্ধকারে মৃত্যুও কাঙ্খিত l