আমার দেশে একই মাটি একই বাতাস আলো
এই মাটিতে জন্মেছিলেন কতো মানুষ ভালো l  
আঁধার থেকে আলোয় এনে এগিয়েছিলেন দেশ
বন পাহাড়ের জীবন থেকে গ্রাম ও নগরবেশ l
লিপি এলো শিক্ষা এলো গান বাজনা ছবি
কতো কতো কবি পেরিয়ে এলেন যুগের রবি l
এই মাটিতে ধর্ম কর্ম মহাপুরুষ এলেন
পথ দেখিয়ে আঁধার পথে সামনে নিয়ে গেলেন l
তারই মাঝে যুদ্ধ এলো কেউ  জেতে কেউ হারে
একটি রাজের পতন হয়ে আরেক রাজ্য বাড়ে l
কলা বিজ্ঞানের প্রসার হলো সহজ জীবন যাপন
যুগ পেরিয়ে নতুন যুগে পুরোনোকে দাফন l
হাসি ছিলো খেলা ছিলো ছিলো আমোদ প্রমোদ
নতুন নতুন ভাবনা ছিলো ছিলো দাবি সনদ l


তারপরে এই নতুন যুগে বাঁচতে গেছি ভুলে
ইঁদুর দৌড়ে আনন্দটা রাখছি শিকেয় তুলে l
কি বড়ো কি ছোটো সবাই ছুটছি কেবল ছুটছি
অনেক অনেক স্বপ্ন চোখে বারুদ হয়ে ফুটছি l
সবাই কেবল টেক্কা দিয়ে এগিয়ে যেতে চায়
খেলার মাঠে নির্বাচনে কিংবা পরীক্ষায় l
যেন তেন প্রকারেন জয়টা চাইই চাই  
হিংসা করে ছাপ্পা করে আদর্শ বিদায় l