ব্যস্ত মানুষ ছোটে যারা
এদিক সেদিক দিগবিদিকে
লক ডাউনে ঘরে বসে
তাদের জীবন ফ্যাকসা ফিকে l


নেইকো বাজার বাইরে যাওয়া
বাইরে যাবার হাজার বাধা
নেই বাইরের খোলা হাওয়া
গুমোট ঘরে জমাট ধাঁধা l


কিন্তু জীবন ভীষণ দামী
ঘরে থাকাটাই নিরাপদ
নিয়ম ভেঙে বাইরে গেলে
ঘাড়ে চড়ে বসে আপদ l


এমন দিনে ভাগ্যবানের
চর্ব চোষ্য লেহ্য পেয়
জোটে খাবার শুভদিনের
লক ডাউনে সেই অজেয় l


ঘরে পেলে এমন খাবার
দরকার নেই বাইরে যাবার l
কিন্তু খাবার ভাগ্যে জোটে
সবার তো নয় সমান মোটে l


কারও ভাগ্যে পকোড়া গরম
পিয়াঁজকুচি শসা সসে,
সেদ্ধ ভাতই জুলুম কারও
লক ডাউনে ঘরে বসে l