১. টপ টপ


চলে যান তাঁরা একে একে সব
মস্তক ছাদহীন
সীমার বাঁধন ছিঁড়ে দিয়ে তাঁরা
অসীমের মাঝে লীন ।


শোকতাপ ঘিরে থাকে আমাদের
আকাশটা ম্রিয়মান
শীতের পাতারা ঝরে যায় যেন
শূন্য এ উদ্যান ।


চলমান কাল থেমে যায় যেন
ইতিহাসে কথা নড়ে
শিশিরের কণা জমে জমে ভারি
টপ টপ জল পড়ে ।


২. জল ধরেছি


জল ধরেছি জল ভরেছি জল করেছি জমা
জলের চিন্তা দূর করেছি দাও এবার ক্ষমা
জমা জলে মশক
রক্তচোষা শোষক
ডেঙ্গি মশা ডিম পেড়েছে অসুখের রমরমা l


** অরুণ মন্ডল সম্পাদিত ছড়ার খেয়া কিশোর ত্রৈমাসিক ছড়াপত্রে নভেম্বর ২০১৯ সালে প্রকাশিত, পৃষ্ঠা - ৭