জলে নেমে তোলে ছবি
এক জলকন্যা
কতো পূজো উৎসবে
কবি স্নেহধন্যা ।


ছবি পেয়ে খুশি হলো
যতো সব জলচর
জ্বলজ্বল জ্বলে ওঠে
কবিতার সহচর ।


ছবি তোলা হবি তার
আর লেখা চর্চা
দুকাজেই হয়ে যায়
ঢের ঢের খরচা ।


কবিতার মাঝে থাকে
আর লেখে ছড়া সে  
খুঁতখুঁতে মন তার
বারবার পড়ে সে ।


বারবার পড়ে পড়ে
গড়নটা পাল্টে
লেখাগুলো ধাপে ধাপে
সব নেয় সাল্টে ।