জামাইষষ্ঠী - ১ :


জামাই আসে শ্বশুরবাড়ি
বছরকার এক দিন
চর্ব চোষ্য লেহ্য পেয়
খায় সে সেইদিন l


তাতেই দেখি কিপটে শ্বশুর
হাড় মাংস জ্বলে
জামাইকে সে চায় তাড়াতে
কতো নতুন ছলে l


শ্বশুর কামাই খায় তার জামাই
তাতেই এত ধানাই পানাই ?


তোমার কন্যা
স্নেহধন্যা
জামাই যে বছরভর পোষে
কন্যা সারা বছর শোষে l
জামাই রাখে মাছে ভাতে
খরা বর্ষাতে l
সেই আফশোষে
শ্বশুরবাড়ি এসে
একটু চায় আদর
মখমলের চাদর
একটু ভালো খাবার
তাতেই সব কাবার ?


চাই না এমন কিপটে শ্বশুর
চাই না সে আতিথ্য
শ্বাশুড়ি মা তিনি ভালো
ধন্য তাঁহার চিত্ত l


এই চললাম ফের আসবো
জামাইষষ্ঠীর দিন
শ্বশুর তুমি যতোই বকো
যতোই বাজাও বিণ l
শাশুড়ি মা বড়ো ভালো
আদরে নেই ঢিল
জামাই অন্ত হৃদয় যে তাঁর  
যতোই বাড়ুক বিল l


জামাইষষ্ঠী - ২ :


ফর্দ দেখে বিপিনবাবুর দর্দ শুরু পকেটে
জামাইষষ্ঠী তাই বলে কি ফকির হবেন ফোকটে ?
চর্ব্য চোষ্য লেহ্য পেয় বাদ কি থাকলো কিছু ?
গন্ডা দুয়েক ব্যাগ বগলে হাঁটেন সবার পিছু l
ধোঁয়া ওঠে বাজার থেকে ধোঁয়া মানে আগুন
যা ছুঁতে যান তাতেই ছ্যাঁকা দামটা দ্বিগুন ত্রিগুন l
হাজার টাকার ইলিশ মাছে বাজার গেছে ছেয়ে
সব্জি মাংস প্রিমিয়ামে নিচ্ছে সবাই চেয়ে l
ভিড় লেগেছে মিষ্টি নিতে সবার ভীষণ তাড়া
জামাইষষ্ঠী দিনের মিষ্টি দেখতে নজরকাড়া l
ফর্দ মেনে বিপিনবাবু পকেটদর্দ ভুলে
দুই বগলে বাজার সামলে মিষ্টি নিলেন তুলে l


আজকে হবে জামাইপুজো বছরকারের দিন
আসবে জামাই বিদেশ থেকে নেপাল না হয় চীন l
সকাল থেকে ব্যস্ত মায়ের বিরল আয়োজন
ঠেক দিতে তার কর্তা ছোটেন হাঁপান সারাক্ষণ l
বিপিনবাবু টিফিন ভুলে এমন শুভদিনে
বাজার থেকে নিয়ে এলেন সেরা জিনিস কিনে l


জামাই তুমি এগোও চলো শ্বশুর তোমার সাথে আছে
শ্বাশুড়ি মা ভাবেন তোমার টাকা সে তো ফলে গাছে l


জামাইষষ্ঠী -  ৩ :


শ্বাশুড়ির পছন্দ জামাই
তাই জামাইষষ্ঠী মানায় l
খরচ কিন্তু শ্বশুরের
বধ যেন অসুরের l


শ্বশুরের পছন্দ বউমা
সেই বউ হও মা l
শ্বশুরকে রাখো পকেটে
জীবন চলবে রকেটে l


জামাইষষ্ঠী তো নস্যি
যদি হয় শ্বশুর বশ্যি
বউমাষষ্ঠী করো শুরু
তুমি হও তার গুরু l