ছোট্ট ঘর, দরজা দুই
বসি, আবার এখানেই শুই l
সকাল হলেই বাইরে যাই
জীবনধারণের রসদ কামাই l
মালপত্র কিনে আনা
পরিবারজনের ঘানি টানা l
ঝুট ঝামেলায় যোজন দূর
সর্বক্ষেত্রে আপোস সুর l


দিনের শেষে
ঘুমের দেশে l
শয্যার আগে
কুলদেবতা জাগে l
ঠুকে দিয়ে প্রণামখানা
ঘুম সকাল অব্দি, একটানা l