দলবল নিয়ে দাদা বৌদি সব গেলো মেলা ছেড়ে
হঠাৎ করে ফোনটি ঠুকে টোটো ভাড়া করে
কোথায় গেলো কোথায় গেলো কেউ পায় না খোঁজ
এমন কোনোদিন করে না তারা মেলায় থাকে রোজ
আজ কি হলো হঠাৎ করে সূর্য্য উঠলো রাতে ?
একসঙ্গে মেলা ছেড়ে গেলো সবাই সাথে ।


মাথায় খানিক প্রেসার দিয়ে বন্ধু এক শিক্ষক
অনুমানে ধরলেন ঠিক একটু কেশে খক খক
কাশবেন না কেনো বলো আজ হঠাৎ যে ঠান্ডা !
মাথার ওপর খোলা আকাশ দায়িত্ব এক গন্ডা
বললেন তিনি গেছেন তারা যাত্রা দেখতে বন্দর
বন্দর যুব নাট্য সংস্থার 'কোহিনুর' পালা সুন্দর ।


বছর বছর প্রাইজ জেতে এই নাট্য দল
তাদের পালা দেখার জন্য মানুষও পাগল
সেই পাগলামি নিয়ে গেছে দাদা বৌদিদের টেনে
মেলা ছেড়ে যাত্রা দেখতে অমোঘ আকর্ষণে
'কোহিনুর' যাত্রাপালা গোষ্ঠ উৎসব মাঠে
অপূর্ব ঐতিহাসিক পালা দারুণ সময় কাটে ।

যেমন পোষাক তেমন গলা অভিনয় তো সুপার
এমন যাত্রা দেখে ধন্য বাংলা মায়ের দু পার ।