সূর্য ওঠে সোনাবরণ
জীবন সুপ্রভাতে
সেই যে শুরু চলাটি তার
মানব যাত্রাপথে ।


অনন্ত পথ অন্ত খোঁজে
বন নদীপথ আসে
বাধা যতো হয়ে যায় পার
দারুন অনায়াসে ।


আঁধার আলোর চমক ধমক
ফুল পাতা ডাল ঘাসে
কোথাও দেয় বড়ো বড়ো লাফ
কোথাও বাধা আসে ।


সূর্য মানে জীবনের পথ
সূর্য নাই তো আঁধার
জীবন কোথাও সহজ সরল
কোথাও গোলকধাঁধাঁর ।