উটের গ্রীবার মতো চেয়ে আছে প্রৌঢ় এক গাছ
সময়ের ক্ষত সয়ে পিঠে তার বহমান কুঁজ আজ
যুগযন্ত্রণা আহত করেছে পরিবেশ চারিধার
আঘাত এসেছে সব দিক থেকে ঝর ঝর অনিবার
একে একে সব পরিজন তার বিদায় নিয়েছে দূরে
নগর এসেছে গাছ সভ্যতা সরে গেছে ভিন সুরে
যন্ত্রদানব লোহালক্কড় পেতেছে নতুন ঘর
শ্বাসরোধকারী আবহ নিয়েছে রকমারি রঙ ধড় l  


দূর কোনে তার একা পড়ে গেছে প্রপিতামহ সেই গাছ
দূরে দূরে তার আলো রোশনাই কাছে বৃষ্টির নাচ l
ঝর ঝর ঝরে বারিধারা যতো আর ঝরে মরা পাতা
জগৎ জীবন ভিন সুর গায়, ভিন সুরে ভরা খাতা l
পাতা ঝরঝর মেঘ গর্জন বিদ্যুৎ আলো শিখা  
শত দুখ মাঝে জীবন বাহিত এমনই ভাগ্য লিখা l