বেগনি রঙের আকাশকোলে
সন্ধ্যা আসে ঢলে
ঝাঁপিয়ে পড়ে বৃক্ষশাখা
সবুজ পাতাদলে ।


দূর দিগন্ত অসীম আকাশ
শূন্য সে প্রান্তরে
হালকা কিছু মেঘের ভেলা
যাচ্ছে চলে দূরে ।


সবুজ হলুদ ঘন কালো
পাতা রাশি রাশি
হালকা হাওয়ায় সাঁতরে চলে
মহাশূন্যবাসী ।


জীবনসন্ধ্যা মহাশূন্যে  
দূর জগতের টান
মেঘের মতোই উড়ে চলে
ক্লান্ত মানবপ্রাণ !