ও দাদুভাই করছো টা কি
চলো একটু ঘুরে আসি
মন কেমনের মেলা
ওখানে সব কৃষকেরা
করছে জড়ো খাবার সেরা
চলো না এই বেলা !


জৈব সারে ফসল তাদের
এক্কেবারে খাঁটি
মাঠের থেকে সোজা মেলায়
সাজিয়ে পরিপাটি ।


সবজি আনাজ ডাল আচারে
করছে বিক্রি শুদ্ধাচারে
চাষী থেকে সোজা ক্রেতা
সামনাসামনি কথা
রাসায়নিক বিষ খেয়েছো
শরীর তোমার শেষ করেছ
এখন শুধু খাঁটি খেয়ে
মনের মতো বাঁচা ।


** চেতনা ৫০ বর্ষ উৎসব ১৪২৬ সংখ্যায় প্রকাশিত