আঁধার রাতে পিদিম জ্বেলে
জ্যোৎস্না নামে বনে
বনপরীদের ধবল উজল সাজ
সাঁওতালি নাচ গভীর রাতে
তিতির পাখির গানে
উৎসবেরই মেজাজ যেন আজ ।


তারারা সব আকাশ জুড়ে ছড়ায়
দিচ্ছে উঁকি বাঁকা তাদের চোখে
সাঁওতালি মেয়ের মিষ্টি সুবাস উড়ে
দুষ্টু বাতাস আলগা চালে
নিচ্ছে গায়ে মেখে
সব মিশে যায় চাঁদনী রাতের সুরে ।


** এক মুঠো খোলা আকাশে অক্টোবর ২০১৯ ৫৫ তম সংখ্যায় প্রকাশিত, পৃষ্ঠা - ২৯