সাদা কালি কালো কালি আর কালি লাল
মুখ বুজে কাজ করি দিয়ে সুর তাল l
এক কালি এক কাজ নিয়মটা মেনে
কালি কালি টক্কর প্রয়োজন জেনে l
কার হাতে কোন্ কালি নিয়মটা শোনো
কোন্ কাজে কোন্ কালি ব্যবহার মানো l
অফিসেতে এলে যেই সইটুকু সেরে নেই
নীল কিবা কালো কালি উত্তম কালি সেই l
কিন্তু যে খাতা দেখে লাল কালি হাতে রাখে
নম্বর যত পায় সব লাল রঙ মাখে l
নীল কালি কালো কালি মার্ক স্লিপে চলবে
নিয়মটা মেনে নিলে ঠিক কথা বলবে l
এ তো গেলো মাস্টারি হেড স্যার তার বেলা ?
লাল-নীল সাদা-কালো সারা দিন চলে খেলা l
কালো নীল এক মানে যখন যা হাতে থাকে
হাজিরাটা সই হয় কালো নীল এক মাপে l
কেউ যদি না আসে লাল কালি তার নাশে
হাজিরাতে ছুটি কাটে হিসাবটা নিয়ে পাশে l
অফিসের কাজ নিয়ে যদি কেউ বাইরে
লাল কালি বলে দেয় ছুটি সে পায় রে l
লেখামাঝে ভূল হলে সাদা কালি ওস্তাদি
সব কালি মুছে দেয় এত তার কারসাজি l
লাল মুছে কালো করো নীল কেটে লাল
কালো কালি সেও ফেল সাদার কামাল l
পাতা জুড়ে সাদা রঙ দেয় যে জানান
বারে বারে কালি মুছে পাতা বে-মানান l
ভুল তুমি কতবার করেছ জনাব
পাতা দেখে পেয়ে যায় সেটার হিসাব l
বার বার সাদা কালি রঙ মোছ অন্য
পাতা হয় নোংরা সে তোমার জন্য l