গোধূলি বেলায়
শান্ত কাঁসাই
মন নিয়ে যায় দূরে
কেমন উদাস সুরে ।


দূরে দূরে বহু দূরে
গাছসারি পাড় জুড়ে
নদীজল যেন শান্ত মুকুর
ছবি তার তুলে ধরে ।


ছিলো যৌবন তার
বারিধারা ক্ষুরধার
ভাঙাগড়া নিয়ে ব্যস্ত জীবন
কর্মজীবন সার ।


সাদা মেঘ সামিয়ানা
বাতাসের আনাগোনা
জীবনহাটের বিকিকিনি খেলা
দেয়া নেয়া কড়ি আনা ।


জীবন যাপন যানে
সন্ধ্যা যখন নামে
গোধূলিবেলায় শ্রান্ত পথিক
গমনের যতি টানে ।


শেষ হয় দৌড় ঝাঁপ
যতো সুখ দুখতাপ  
পাড়ে এসে বসে ধীরে
শান্ত কাঁসাই তীরে ।