কান্তিবাবু শান্তিপ্রিয় বালতি ভরা জলে
নিজের কাপড় নিজে কাঁচেন বুরুশ দিয়ে দলে l
বাজার করেন সকাল বিকাল ব্যাগে ভর্তি পুরো
ঘরে আনেন হরেক রকম সব্জি, মসলা গুড়ো l
আরো আনেন আনাজপাতি ছেলের হরেক দাবি
নাতি নাতনির খেলনাপাতি খেলার পুতুল চাবি l
পাড়ার ঠেকে বকম বকম করেন না 'রা' মুখে
চায়ের বেলায় চিনি ছাড়া চুমুকটা দেন সুখে l


ছেলেপুলে নাতিনাতনি ভরা সংসার মাঝে
গিন্নীটি তাঁর গর্জে ওঠেন সকাল দুপুর সাঁঝে l
পান থেকে চুন খসলে পড়ে দক্ষযজ্ঞ বাধান
শান্তিকামী কান্তিবাবু যতোই থাকুন নাদান l
শান্তিপ্রিয় কান্তিবাবুর একটু ভুলে চুকে
কথার স্রোতে ঘর ভেসে যায় বিরতি নেই মুখে l


বাসরঘরের লাজুক মেয়েটি তিরিশ বছর আগের
যায় নি বোঝা শেষবয়সে বারুদ হবেন রাগের l
তবু তো সেই ভালোবাসা আজও মনের ভিতর
পুষে রাখেন কান্তিবাবু ছড়ান প্রেমের আতর l
সেই আতরে শান্তি খোঁজেন গিন্নী যখন ফোটেন
অর্ডারমতো ব্যাগ বগলে এদিক সেদিক ছোটেন l