ঘুম ভেঙে আজ উঠলো সকাল, সকাল হলো যেই
আলোর প্রকাশ আকাশপথে ধরলো যে তার খেই l
সেই আলোকের একটি কণা পড়লো কুটির কোণে
ফুলগুলো সব উঠলো ফুটে কতো নানা রঙে l
গাছের ডালে পাখির কুজন ঘরে মোরগডাক
মানুষগুলো উঠলো জেগে জীবিকা হাঁকডাক l
ছোট্ট খুকি শয্যা ছেড়ে উঠতে যখন চায় না
মায়ের ডাকে ঘুম ভেঙে সে করলো আজব বায়না l
আজকে তাকে নিয়ে যাবে বাবা বনের দিকে
ওই যেখানে গভীর বনে বাঘ সিংহ থাকে l
হরিণ শিশু করে খেলা সবুজ বনের ঘাসে
হাতিরা সব শুঁড় উঁচিয়ে নদীর কাছে আসে l
বাঘ শেয়ালে শলা করে মামা ভাগ্নে তাই  
কুমির জলে শিকার ধরে গবগবিয়ে খায় l
সারাটা দিন বনে ঘুরে দেখবে পশু পাখি
দেখবে যতো বন পাহাড়ে অশ্রুসজল আঁখি l
বলে খুকি উঠবো আমি আমার কথা মানো
বাবা যদি দেখায় আজকে বনের পশু দানো l


সকালবেলা সকাল হলো সৌর নিয়ম মেনে
বায়না খুকির পূরণ হবে বাপ সোহাগী জেনে l