জ্ঞানবৃক্ষ ছিলো কোথায় ?
নন্দনকাননে
সেই বৃক্ষের ফল খেয়ে
মানুষ বিপদ আনে ।
স্বর্গ থেকে চ্যুত হয়ে
মর্ত্যে কষ্ট যাপন
কিছু জ্ঞান বিষ এমন
পর হয়ে যায় আপন ।
ভালোবাসা সম্মানের
নেই কোনো হার
প্রতি পদে তৈরি হয়
বিশ্বাসের ধার ।
তুমি এগোও এক কদম
আমি গভীর জলে
জগত জীবন সংসার
এভাবেই চলে ।