বললো বাবা বিষম রেগে ছোট্ট খুকিটাকে
কে ভেঙেছে সাধের আমার মিষ্টি কুকিটাকে ?
বাজার থেকে বাছাই করে অনেক কুকির মাঝে
এই কুকিটা নিলাম আমি লাগবে জেনে কাজে l
খুকি সে তো বাপ পেয়ারী বাবার আবার রাগ কি ?
ইচ্ছেমতো খেলায় তাঁকে, খুকির কঠিন কাজ কি ?
একটু যদি ভোঁ করে দেয় বাবা ভেবে পাগল
মুখ গোমড়া করে যদি দরজায় দেয় আগল,
- ও খুকি রে ষাট হয়েছে দে মা দরজা খুলে l
দরজা খুলেই খুকি সোনা সোজা বাপের কোলে l
সেই খুকি আজ ভাঙলো কুকি, কুকি সেটা কি ?
না জেনে সে ভাঙলো সেটা বাবার মেশিনটি l
সেই মেশিনে নখ কাটে আর ছাঁটে কাঁধের চুল
জানে না তাই দিলো ভেঙে ছোট্ট একটি ভুল l
রাগ তো কথায়, কিন্তু বাবা খুকির কাছে গিয়ে
- বেশ করেছিস ভেঙেছিস তো আনবো আবার নিয়ে l
কুকি নিয়ে কতো কথা বলে বাবা মেয়ে
এতো খুশি আর নয় কেউ বাবা মেয়ের চেয়ে l