বন্ধুরা সব মিলে গেলো কুলিক নদীর পারে
অনেক ঘাটের বাধা টপকে একটা ঘাটের ধারে l
যে ঘাটগুলো যায় পেরিয়ে নোংরা আবর্জনা
কালো কুচকুচ নদীর জলে ঢাকা কচুর পানা l


কয়েক দশক আগেও কুলিক কি জীবন্ত ছিলো
বছর বছর বানের জলে উজ্বল উচ্ছ্বল l
জলের তোড়ে ডুবত বাড়ি ভাসত জমি মাঠ
ছেলে বুড়ো পুরুষনারীর জলেতে দিনপাত l


অনেক পরে বাঁধের বাঁধন বাঁচলো তো শহর
কিন্তু গেলো নদী মরে কোথায় সে গহ্বর !
আজকে কুলিক পানায় ভরা জলের অনটন
প্রতি ঘাটের দৃশ্য দেখে বিষন্ন হয় মন l


তারই মাঝে হঠাৎ দেখা একটি দুটি ঘাটে
জল পেয়েছে গভীরতা মানুষ সাঁতার কাটে l
বালিমাটি তল যেখানে জল স্বচ্ছ্ব তোয়া
কুলিক নদী বয় সেখানে যায় নি মোটেই খোয়া l