একটি মানুষ ছবি তোলে
বিভিন্ন ভঙ্গিতে
সব ছবিতে অপ্সরা সে
চাহনি সঙ্গীতে


উৎসবে বা এমনি দিনে
সব রকমের সাজে
তার ছবিটি সামনে এলে
তানপুরাটা বাজে


হাসির চ্ছ্বটায় মানিক ঝরে
লাবন্য কুসুমে
সরলতার ঢেউ খেলে যায়
রূপসাগরের ঘুমে


রূপ দিয়েছেন পিতার পিতা
মন দিয়েছেন তিনি
সব রূপেতে তাঁরই খেলা
তাঁর কাছেতে ঋনী