সন্ধ্যা হলেই ভাবনাগুলো
নতুন করে বাঁধে
জীবনের সব হিসাব কতো
কি বা থাকলো কাঁধে ।
চলতে গিয়ে অনেক নদী
সাঁতরে যাই ও পারে  
একেক নদীর ভিন্ন ধারা
শেখা বারংবারে ।
যতোই চলা ততোই শেখা
শেখার নেই কোনো শেষ
শিখতে শিখতে নদী পেরোই
পেরোই কতো না দেশ ।
ঐ পারে ঐ পাহাড় নদী
ঐখানে যতো সুখ
একটুখানি বাতাস নিয়ে
গতি পাল্টায় মুখ ।
প্রতি সকাল নতুন শেখায়
সূর্যোদয়ের পথে
দিনে দিনে জমাট পুঁজি
অভিজ্ঞতার রথে ।