আমরা হাঁটি আমরা চলি
            আমরা খেলি দ্বন্দ্বে
দিবস চলে  রাত্রি ঢলে  
           কাটাই ভালো মন্দে l
আসছে নতুন যাচ্ছে জরা
রঙ বাহারে পূর্ণ ধরা
কর্মে এবং সং-এ মাতি
কাটছে দিবস কাটছে রাতি l
হঠাৎ কি সব উথাল পাথাল
শান্ত জীবন টাল ও মাটাল
রয়ে সয়ে দিশা আসে
প্রাপ্তি তথা সর্বনাশে l
রাত্রি শেষে সূর্য হাসে
পাহাড় মাথা সাগর তীরে
দুঃখ শোক সটান ফেলে
মানুষ মেশে কাজের ভীড়ে।