পরতে পরতে গেঁথেছে রঙ
আলো ছায়ার খেলা
নিত্য সাজের মেলা l
বিষম প্রকৃতি উদোম উদার
মেঘেদের চলা আলোকের সার
শরৎ আকাশ ঝরো ঝরো ধারা
মানবহৃদয় পাগলের পারা l
পদতলে উষ্ণ লাভাস্রোত
মাথায় হিমের ছোঁয়া
আড়ালে আড়ালে কতো সুর
কতো রঙ যায় খেলে
আঁধার আলোর মেলা ।
জলধর খাঁজে খাঁজে আঁকে  
জীবন মরন খেলা l