ফুলের মতন হয়ে পৃথিবীতে থাকবো
রঙে রঙে চারিদিকে শুধু ছবি আঁকবো l
পাখি হয়ে আকাশের কোণে কোণে উড়বো
দেশে দেশে ঘুরে ঘুরে ভাঙা মন জুড়বো l
বাতাসের মতো হয়ে ভেসে ভেসে চলবো
মানুষের কানে কানে ভালো কথা বলবো l
বর্ষার জল হয়ে মেঘ থেকে ঝরবো
পৃথিবী মায়ের টানে তার কোলে পড়বো l
হৃদয় অন্ত হয়ে ঘুরে ঘুরে ফিরবো
নদীজলে ভেসে ভেসে ঘাটে ঘাটে ভিড়বো l
পাহাড়ের গায়ে গায়ে ঝুলে বেশ থাকবো
মানুষের সাথে থেকে তাকে ভালোবাসবো l
আকাশের তারা যতো হাত নেড়ে ডাকবো
গাছে গাছে পাতা হয়ে ঝুলে ঝুলে থাকবো l
শিশুর সরল মনে কথা ছবি আঁকবো
স্নেহ মায়া ভালোবাসা হৃদয়েতে রাখবো l
মায়ের মতন হলে সব কিছু পারবো
কালিমা যতো যা আছে পুরো মুছে ছাড়বো l