যে মেয়েটিকে আপনি ভালোবেসেছেন
হয়তো তার সঙ্গেই আপনার বিয়ে হতে পারতো
মেয়েটির দিক থেকে আপত্তির কোনো লক্ষণ ছিলো না
কিন্তু নানা আর্থসামাজিক কারণে সেটা হয় নি
হয় নি কারণ
ভালোবাসা নয় অর্থ ও সামাজিক প্রতিপত্তিকে
আপনি বেশি গুরুত্ব দিয়েছেন
আপনি, অথবা সেই মেয়েটির পরিবার
একই কথা, কারণ আপনার ভালোবাসার অধিকার নিয়ে
আপনি মেয়েটিকে দাবি করেন নি
আসলে নিজের ভালোবাসার অস্তিত্ব বা তার ওপর আস্থা
কোনোটাই ছিলো না আপনার
আবার অন্য একটি সুদর্শনা তুলনায় একটু কম বয়সী ললনার সঙ্গে যখন আপনার বিয়ে ধার্য হলো
আপনাকে যথেষ্ট উৎফুল্ল দেখাচ্ছিল মশাই
আপনার প্রেমিকাটি কিন্তু তখনও অবিবাহিত
আপনি চেষ্টা করলে, মন থেকে চাইলে এই বিয়ে আটকে
আপনার প্রেমিকাকে জীবনসঙ্গী করে নিতে পারতেন
কিন্তু না, তখন তার থেকে আপনার মন সরে গেছে
অনেকটাই পেয়ে গেছেন তার থেকে দীর্ঘ প্রেম জীবনে
এখন তাই নতুন কিছু চাইছেন
নতুন করে আবার শুরু করেছেন প্রেম ভালোবাসার হিসেবনিকেশ
পুরুষেরা বহুগামী কি না
মনের গভীরে পরিকল্পনা আঁটছেন বহুমুখী মধুযামিনীর


প্রেম এভাবেই অর্থ প্রতিপত্তি আর কচি মাংসের লোভে হেরে যায়
আর তাকে বারবার পরাজিত করে আপনার মতো প্রেমিক শঠেরা l